Thursday, May 4, 2017

বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের নিয়ম

১ তৎসম শব্দ

১.১

এই নিয়মে বর্ণিত ব্যতিক্রম ছাড়া তৎসম বা সংস্কৃত শব্দের নির্দিষ্ট বানান অপরিবর্তিত থাকবে।

১.২

যেসব তৎসম শব্দে ই ঈ  বা উ ঊ উভয় শুদ্ধ কেবল সেসব শব্দে ই বা উ এবং তার কারচিহ্ন  ি ‍ু হবে।যেমন :
কিংবদন্তি, খঞ্জনি, চিৎকার, চুল্লি, তরণি, ধমনি, ধরণি, নাড়ি, পঞ্জি, পদবি, পল্লি, ভঙ্গি, মঞ্জরি, মসি, যুবতি, রচনাবলি, লহরি, শ্রেণি, সরণি, সূচিপত্র, উর্ণা, উষা।

১.৩

রেফের পর ব্যঞ্জনবর্ণের দ্বিত্ব হবে না। যেমন: 
অর্জন, ঊর্ধ্ব,

Tuesday, June 7, 2016

ষ-ত্ব বিধান সম্পর্কিত বিষয়াবলি

ষ-ত্ব বিধান সম্পর্কিত বিষয়াবলি

ষ-ত্ব বিধান


ণ-ত্ব বিধান সম্পর্কিত বিষয়াবলি

ণ-ত্ব বিধান সম্পর্কিত বিষয়াবলি 

ণ-ত্ব বিধান কেবল বাংলা ব্যাকরণেরই গুরুত্বপূর্ণ বিষয় নয়, বরং বাংলা বানান শুদ্ধভাবে শিখতে হলে ণ-ত্ব বিধানের জুড়ি নেই। কাজেই ণ-ত্ব বিধান সংক্রান্ত অনেক বিষয় এই ব্লগে তুলে ধরা হয়েছে। এতে করে সকলেই কমবেশি উপকৃত হবে।

ণ-ত্ব বিধান

দরুন/দরুণ

কোন কোন শব্দের ক্ষেত্রে ণ-ত্ব বিধান প্রযোজ্য হবে না?

লন্ঠন/লণ্ঠন

Sunday, April 24, 2016

মূল পাতা

বাংলা আমাদের মাতৃভাষা হলেও বাংলা বানান লিখতে গিয়ে ভুল করি আমরা অনেকেই। এনসিটিবি ও বাংলা একাডেমির বানানরীতির ভিন্নতার কারণে বানান ভুল আরও বেড়েছে। এই ব্লগে বাংলা একাডেমির বানানরীতিই ব্যবহৃত হয়েছে। বিসিএসসহ যেকোনো প্রতিযোগিতার জন্য এই ব্লগ গুরুত্বপূর্ণ। তাছাড়া যারা বাংলা বানান শিখতে চান, জানতে চান কেন এই বানানটি ভুল, ওই বানানটি সঠিক তারা এ ব্লগটিকে উপকারী হিসেবে খুঁজে পাবেন বলে আশা করছি। যেকোনো ভুল দৃষ্টিগোচর হলে, অথবা মতামত জানাতে- www.facebook.com/estiak.ahmed.05
 ফেসবুক পেজ : বানান নিয়ে মাতামাতি

সূচি

ণ-ত্ব বিধান সম্পর্কিত বিষয়াবলি

ষ-ত্ব বিধান সম্পর্কিত বিষয়াবলি