দরুন/দরুণ

দরুন/দরুণ- কোনটি শুদ্ধ? কেন?
উ. : ণ-ত্ব বিধানের ২ নম্বর নিয়ম অনুসারে মনে হওয়া স্বাভাবিক যে দরুণ-ই শুদ্ধ।
কারণ ‘দরুণ’এ ‘র’ এর পর স্বরবর্ণ(দরুণ = দ্ + অ +র্ + উ +ণ), তারপর ‘ণ’ হওয়াই স্বাভাবিক। কিন্তু ণ-ত্ব বিধান কেবল তৎসম শব্দের(যেসব শব্দের মূল সংস্কৃত) ক্ষেত্রে প্রযোজ্য।
আমি সবাইকে জানিয়ে রাখতে চাই ‘দরুন’ শব্দটির মূল সংস্কৃত নয়। এটি ফারসি(পারসি) থেকে বাংলায় ঢুকেছে। কাজেই দরুন-ই শুদ্ধ।

No comments:

Post a Comment