কোন কোন শব্দের ক্ষেত্রে ণ-ত্ব বিধান প্রযোজ্য হবে না?

কোন কোন শব্দের ক্ষেত্রে ণ-ত্ব বিধান প্রযোজ্য হবে না?
উ. : নিচের ক্ষেত্রগুলোতে ণ-ত্ব বিধান প্রযোজ্য হবে না :
১. শব্দটির মূল সংস্কৃত না হলে। যেমন- লন্ঠন, দরুন।
২. শব্দটি সমাসবদ্ধ হলে। যেমন- ত্রিনয়ন, র্সবনাম, দুর্নাম, দুর্নীতি।
৩. ত-বর্গীয় বর্ণের সঙ্গে যুক্ত ন কখনো ণ হয় না। যেমন- অন্ত, গ্রন্থ, ক্রন্দন।

No comments:

Post a Comment