লন্ঠন/লণ্ঠন- কোনটি শুদ্ধ? কেন?
উ. : বাংলা ভাষার ব্যাকরণ(নবম-দশম শ্রেণি) বইয়ে ণ-ত্ব বিধান অংশে ‘লণ্ঠন’ শব্দটি উদাহরণ হিসেবে দেওয়া আছে।
কিন্তু বাংলা একাডেমি ব্যবহারিক বাংলা অভিধানে দেখা যায়, ‘লন্ঠন/লণ্ঠন’ শব্দটি ইংরেজি lantern থেকে এসেছে। কাজেই শুদ্ধ বানান হবে ‘লন্ঠন’।
No comments:
Post a Comment