ণ-ত্ব বিধান
১. ঋ, র, ষ এর পর মূর্ধন্য ‘ণ’ হয়। যেমন- ব্যাকরণ, কারণ, ভীষণ, বর্ণনা, ঋণ।
২. ঋ, র, ষ এর পর স্বরধ্বনি, ক বর্গ(ক, খ, গ, ঘ, ঙ), প বর্গ(প, ফ, ব, ভ, ম) কিংবা য, য়, হ থাকলে তার পরবর্তী ‘ন’ ধ্বনি মূর্ধন্য ‘ণ’ হয়। যেমন- অপরাহ্ণ, পূর্বাহ্ণ, পর্যাণ(পশুপৃষ্ঠে বসার আসন)।
৩. ট বর্গীয় ধ্বনি(ট, ঠ, ড) এর অব্যবহিত আগে সংযুক্তভাবে ‘ন’ ধ্বনি থাকলে তার বানানে মূর্ধন্য ‘ণ’ হবে। যেমন- ঘণ্টা, কণ্ঠ, কাণ্ড।
[বি. দ্র. : ণ-ত্ব বিধান কেবল তৎসম শব্দের(যেসব শব্দের মূল সংস্কৃত) ক্ষেত্রে প্রযোজ্য।]
স্বভাবতই কিছু শব্দে মূর্ধন্য ‘ণ’ বসে। এগুলো নিয়ে একটি প্রাচীন ছড়া :
কণা নিক্কণ ফণা চিক্কণ কণিকা গণিকা কাণ
উৎকুণ কণ মণি কঙ্কণ বাণ শাণ কল্যাণ
পিণাক কফণি লাবণ্য ফণী বণিক নিপুণ পাণি
চাণক্য পণ মাণিক্য গণ বীণা বেণু বেণী বাণী
গুণ তূণ ঘুণ অণু মৎকুণ বাণিজ্য কিণ কোণ
পুণ্য গৌণ লবণ পণ্য ভণিতা শোণিত শোণ
স্থাণু শণ ভাণ আপণ বিপণি এণ- এই পঞ্চাশ
নিত্যসিদ্ধ ণ-কার এদের, বিধির বাহিরে বাস।
No comments:
Post a Comment