Sunday, April 24, 2016

মূল পাতা

বাংলা আমাদের মাতৃভাষা হলেও বাংলা বানান লিখতে গিয়ে ভুল করি আমরা অনেকেই। এনসিটিবি ও বাংলা একাডেমির বানানরীতির ভিন্নতার কারণে বানান ভুল আরও বেড়েছে। এই ব্লগে বাংলা একাডেমির বানানরীতিই ব্যবহৃত হয়েছে। বিসিএসসহ যেকোনো প্রতিযোগিতার জন্য এই ব্লগ গুরুত্বপূর্ণ। তাছাড়া যারা বাংলা বানান শিখতে চান, জানতে চান কেন এই বানানটি ভুল, ওই বানানটি সঠিক তারা এ ব্লগটিকে উপকারী হিসেবে খুঁজে পাবেন বলে আশা করছি। যেকোনো ভুল দৃষ্টিগোচর হলে, অথবা মতামত জানাতে- www.facebook.com/estiak.ahmed.05
 ফেসবুক পেজ : বানান নিয়ে মাতামাতি

সূচি

ণ-ত্ব বিধান সম্পর্কিত বিষয়াবলি

ষ-ত্ব বিধান সম্পর্কিত বিষয়াবলি